Monday, January 26, 2026
দেশ

‘ত্রিপুরাকে ভাঙা চলবে না’, শর্তে তিপ্রার সঙ্গে জোট করতে ইচ্ছুক বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভায় ৫৫টি আসনে লড়ে ৩২টি আসন জিতেছে বিজেপি। তাঁদের জোটসঙ্গী আইপিএফটি (IPFT) জিতেছে ১টি আসন। অর্থাৎ বিজেপি জোটের হাতে রয়েছে ৩৩ টি আসন। যেখানে ম্যাজিক ফিগার ৩১। সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালানো বেশ কঠিন।

জানা গেছে, ত্রিপুরার মহারাজ প্রদ্যোত মানিক্য দেববর্মাকে (Pradyot Manikya Debbarma) জোটের বার্তা দিয়েছে বিজেপিই। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘প্রয়োজনে তিপ্রা মথার সঙ্গে জোট করতে তাঁদের আপত্তি নেই।’

তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী বলছেন,”আমাদের প্রথম শর্ত হল ত্রিপুরাকে ভাঙা চলবে না। উপজাতিদের ইস্যুগুলিকে গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরার নতুন সরকার এটা নিয়ে কাজ করবে। তিপ্রার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তারা।”

উল্লেখ্য, প্রথমবার বিধানসভা ভোটে লড়ে ১৩টি আসন পেয়েছে তিপ্রা। ১৩টি আসন নিয়ে বিরোধী আসনে থেকে বিধায়কদের ধরে রাখাটা চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। তাই বিজেপির সঙ্গে জোট করার ইচ্ছে তাদের তরফেও দেখা গিয়েছে।