চোরতন্ত্র উচ্ছেদ করতে সাগরদিঘিতে বিজেপি, তৃণমূলের একটা অংশ আমাদের সমর্থন করেছে: অধীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাঁচ দশক পর ফের সাগরদিঘিতে ক্ষমতায় ফিরলো কংগ্রেস। ১৯৭২ সালে শেষবার কংগ্রেস জিতেছিল সাগরদিঘি আসনে। এই জয়ের পরে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘এই জয়ে বামেদের সমর্থন ছাড়াও তৃণমূলের একাংশের সমর্থন রয়েছে। যারা মনে করে রাজনীতিতে সততা দরকার, চৌর্যবৃত্তি দুর্নীতিকে মানতে পারেনি তারা আমাদের সমর্থন করেছে। এছাড়া বিজেপির কিছু ভোটার মনে করেছে কৌশলগত কারণে তৃণমূলকে হারানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়া দরকার।’
অধীর চৌধুরী আরও বলেন, ‘এই জয়ের মধ্যে দিয়ে সাগরদিঘির মানুষের অদম্য মানসিকতার প্রতিফলন ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মানুষের ভোটদানের অধিকার সুরক্ষিত করতে পেরেছে। যা এই নির্বাচনে আমাদের জয়ের অন্যতম কারণ। এই নির্বাচন প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নন। তাঁকে পরাজিত করা যেতে পারে। তৃণমূলকে বধিবে যে মুর্শিদাবাদে বাড়িছে সে। মুর্শিদাবাদে কংগ্রেস বাড়ছে। আগামীদিনে আমরা তৃণমূলকে উচ্ছেদ করব। কংগ্রেস বাম ও অন্যরা মিলে এই বাংলায় চোরতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

