আদালতে অনুব্রতর আর্জি খারিজ, তাকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আর্জি খারিজ। শনিবার কলকাতা হাই কোর্ট রায়ে জানিয়েছে, তাকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।
পাশাপাশি, একি মামলা একাধিক হাইকোর্টে আবেদন করার ১ লক্ষ টাকা জরিমানা হয়েছে অনুব্রত মণ্ডলের। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, দিল্লি এবং কলকাতা, দুই হাই কোর্টের দুই রাজ্যের শীর্ষ আদালতকে তথ্য লুকিয়ে হয়রানি করেছেন অনুব্রত মন্ডল।
শনিবার শুনানিতে অনুব্রতের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। ইডির আইনজীবী জানান, প্রয়োজনে দিল্লির এইমসে নিয়ে চিকিৎসা করানো হবে অনুব্রতের।
আদালতের নির্দেশ, অনুব্রতের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। পাশাপাশি আকাশপথে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে। তার আগে রাজ্যের কোনও কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করতে হবে।

