মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, ঘুরে দাড়াতে সবথেকে বেশি সাহায্য করেছে ভারত: শ্রীলঙ্কা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২১ সাল থেকে শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর শ্রীলঙ্কার সরকার ঋণখেলাপি হওয়ার পর থেকে দেশটিতে মুদ্রাস্ফীতি, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট, বেকারত্ব বেড়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কার কাছে বিদেশি মুদ্রার পরিমাণ মাত্র ৫০ কোটি ডলার।
কঠিন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। আর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাদের পাশে যে দেশগুলি দাঁড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে আগে রয়েছে ভারত। বাকি সব দেশ মিলে যা করেছে, তার চেয়েও বেশি করেছে ভারত। এভাবেই ভারতের ভূয়সী প্রশংসা করলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাব্রি বলেন, “ভারতের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”
তিনি বলেন, ”শ্রীলঙ্কা অনেকটা ঘুরে দাড়িয়েছে। মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দীর্ঘ লাইন নেই। পর্যটনও আগের জায়গায় ফিরেছে।”
আলি বলেন, ”ঘুরে দাড়ানোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বন্ধু ভারত। বাকি সব দেশগুলি মিলে যা করেছে, ভারত একাই তার থেকে বেশি করেছে। ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে, যা আমাদের নতুন শক্তি জুগিয়েছে। ভারতের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”
উল্লেখ্য, চিনের ঋণের ফাঁদে পা দিয়েই আজ এই অবস্থা হয়েছে শ্রীলঙ্কার। ঋণ মকুবের বিষয়ে একমত হতে পারেনি চিন ও আইএমএফ।
শ্রীলঙ্কার পরিস্থিতি মাঝে ভীষণ শোচনীয় হয়ে পড়ে। সেভ দ্য চিলড্রেন শ্রীলঙ্কায় জরিপে বলা হয়, শ্রীলঙ্কার ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার বলেছে, তারা সন্তানদের জন্য পুষ্টিকর খাবার দিতে পারছেন না।

