Tuesday, November 18, 2025
দেশ

‘ভুয়ো প্রচার’ করায় শশী থারুর সহ ৮ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের

নয়াদিল্লি: গত ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে হিংসা-অশান্তি ছড়ায় রাজধানীতে। ওইদিন ভুল তথ্য ও সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে উঠলো কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor), ইন্ডিয়া টুডে-র কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাই (Rajdeep Sardesai), ন্যাশনাল হেরাল্ডের গ্রুপ এডিটোরিয়াল অ্যাডভাইজর মৃণাল পাণ্ডে, এক্সিকিউটিভ এডিটর বিনোদ হোসে, ক্যারাভানের এডিটর অনন্ত নাথ, এডিটর পাবলিশার পরেশ নাথ, কাউমি আওয়াজের চিফ এডিটর জাফর আঘা-সহ মোট ৮ জন সাংবাদিকের বিরুদ্ধে। উত্তর প্রদেশ পুলিশ (UP Police) এই ৮ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দেশদ্রোহিতা (Sedition), অপরাধমূলক যড়যন্ত্র (Criminal Conspiracy) ও শত্রুতার প্রচারের (Promoting Enmity) মতো গভীর অভিযোগ আনা হয়েছে। তবে শুধু উত্তর প্রদেশে নয়, মধ্য প্রদেশেও এই ৮ সাংবাদিকের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, অর্পিত মিশ্র নামে এক ব্যক্তি এই ৮ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, পরিকল্পিতভাবে চক্রান্ত করেই ভুয়ো তথ্য প্রচার করেছে এই ৮ সাংবাদিক। রাজধানীতে যাতে হিংসা ছড়িয়ে পড়ে ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, সে জন্যেই মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। অভিযুক্তরা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই কাজ করেছে বলে অভিযোগ।

মোট ৫টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ৮ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তারা টুইটে দাবি করেছিলেন, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক আন্দোলনরত কৃষকের। তবে পরে দেখা যায়, ট্র্যাক্টর উল্টেই মারা যায় ওই কৃষক।

শশী থারুর টুইটে লেখেন, চূড়ান্ত দুর্ভাগ্যজনক। শুরু থেকেই কৃষকদেরকে আমি সমর্থন জানিয়ে এসেছি। কিন্তু আইন ভাঙাটা একেবারেই মানতে পারছি না। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা ছাড়া আর কোনও পতাকা ওড়ানো যায় না। তাঁর দাবি, বিক্ষোভকারীরা ও সরকার চেষ্টা করলে হিংসা এড়ানো যেত। বলপ্রয়োগ করে নয়, বরং গণতান্ত্রিক ভাবেই একে আটকানোর চেষ্টা করা যেত।

এদিকে, ভুল তথ্য দিয়ে টুইট করায় ইন্ডিয়া টুডে-র কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তাকে ২ সপ্তাহের জন্য চ্যানেলের সম্প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তার এক মাসের বেতনও কেটে নেওয়া হয়েছে।