বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মার্চের মধ্যে ৬৫৩৬ কোটি টাকার ঋণ শোধ করবে আদানি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পরেই ধরাশায়ী আদানি গোষ্ঠী। এবার নষ্ট হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মোটা অঙ্কের ঋণ শোধ করার পরিকল্পনা গৌতম আদানির।
বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আগামী মার্চ মাসের মধ্যেই ৭৯০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত শেয়ার-সমর্থিত ঋণ পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে আদানি গ্রুপ।
পাশাপাশি, ভাবমূর্তি পুনরুদ্ধার এবং শেয়ারের দরে ধস ঠেকানোর লক্ষ্যে চলতি সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে স্থায়ী আয় সংক্রান্ত রোডশো’র আয়োজন করেছে আদানি।
এদিকে, ঋণ শোধের বিষয়টি সামনে আসার পরে আপার সার্কিটে আদানির শেয়ার। ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের দর।

