Tuesday, January 27, 2026
দেশ

‘বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যেও ভারতকে নিয়ে পড়ে আছে পাকিস্তান’, রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার একাধিক বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। পাক বিদেশ প্রতিমন্ত্রী হিনা রব্বানি দাবি করেন, ভারতের কারণে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাল্টা কড়া জবাব দেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সীমা পূজানি।

সীমা পূজানি বলেন, ‘পাকিস্তানের কারণেই গোটা বিশ্বে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে চরম আর্থিক সংকটে পাকিস্তান। যার ফলে পাক নাগরিকরা মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু সেদিকে মোটেই নজর নেই পাক সরকারের। উল্টে ভারতকে নিয়েই পড়ে আছে ইসলামাবাদ। ভারতকে নিয়েই আবিষ্ট হয়ে আছে পাকিস্তান। নিজেদের অগ্রাধিকার বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে ইসলামাবাদ।’

পাকিস্তান ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে সীমা পূজানি বলেন, ‘পাক নেতৃত্বকে আমার উপদেশ, এই সব ভিত্তিহীন প্রচার না করে নিজেদের নাগরিকদের সুখ-দুঃখ নিয়ে ভাবুন।’