Wednesday, January 28, 2026
কলকাতা

প্রয়াত হলেন পান্ডব গোয়েন্দার স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রয়াত হলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, স্ট্রোক হয়েছিল তাঁর। এই নিয়ে তৃতীয় বার স্ট্রোক হয় ষষ্ঠীপদ চট্টপাধ্যায়ের।

পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা তিনি। বাংলা গোয়েন্দা গল্প, রহস্য রোমাঞ্চ কাহিনি তথা ভ্রমণ কাহিনীর জন্য পাঠকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়াও ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনিও লিখেছেন তিনি।

২০১৭ সালে শিশু সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বাংলা অ্যাকাডেমি পুরস্কার প্রদান করে।