Wednesday, November 19, 2025
বিনোদন

‘‌অভয় ২’ ক্ষুদিরাম বসুকে দাগী আসামি দেখানোয় ক্ষমা চাইল ‘জি ফাইভ’

মুম্বাই: দেশের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। মাত্র ১৯ বছর বয়সে দেশের জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছিল তাঁকে। সেই ক্ষুদিরাম বসুকেই কিনা দাগী আসামি হিসেবে দেখানো হল। ওটিটি প্ল্যাটফর্মের নয়া সিরিজ ‘‌অভয় ২’। ‘‌জি ফাইভ’–এর এই সিরিজে ক্ষুদিরাম বসুকে দাগী আসামি হিসেবে‌ ‌দেখানো হয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

টুইটারে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল বের হয়। জি সংস্থার কর্ণধার সুভাষচন্দ্র গোয়েঙ্কার কুশপুত্তলিকাও পোড়ানো হয়। পুলিশে অভিযোগ জানানোর কথাও বলা হয় একাধিক সংগঠনের তরফে। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইল জিফাইভ কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিবৃতি দিয়ে ক্ষমা চাইল ওটিটি প্ল্যাটফর্ম। তাঁদের তরফে বলা হয়েছে, আমরা অভয় ২-এর ওই দৃশ্যের ছবিটি বদলে দিয়েছে। এই ঘটনা সম্পূর্ণ অনঅভিপ্রেত এবং আমরা ক্ষমাপ্রার্থী। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসাবে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমরা ভারতীয় ব্র্যান্ড হিসাবে গর্বিত। শুরু থেকেই আমরা একাধিক শো এবং কনটেন্ট হাজির করেছি যা আমাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে তুলে ধরে। আমরা অনুরোধ করছি এর মধ্যে কোনওরকম রাজনীতির রঙ লাগাবেন না এবং আমাদের এই নিঃশর্ত ক্ষমা গ্রহণ করুন। আমরা আশা রাখছি দর্শকরা ভবিষ্যতেও তাঁদের বিশ্বাস এবং ভরসা আমাদের উপর বজায় রাখবেন বৃহত্তর প্রেক্ষাপটে।

জিফাইভ ক্ষমা চাইলেও অনেকেই হতবাক এইরকম একটা ভুল কিভাবে নজর এড়িয়ে গেল গোটা টিমের। উল্লেখ্য, ‘‌ওয়ান লেগেড স্কেলিটন’ ‌এপিসোডে দেখা যায়, ‘‌মোস্ট ওয়ানটেড’ অপরাধীর তালিকায় সঙ্গে ক্ষুদিরাম বসুর স্কেচ। এরপরেই প্রতিবাদের ঝড় ওঠে।