হিজাব ছাড়া রাস্তায় গান, গ্রেফতার হওয়া ইরানি গায়িকার খোঁজ মিলছে না
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিজাব ছাড়া প্রকাশ্যে গান গাওয়ায় শাস্তির মুখে ইরানি গায়িকা। ইরানের রাজধানী শহর তেহরানে দাঁড়িয়ে জারা ইসমাইলি (Zara Esmaeili) নামে এক তরুণী গান ধরেন। তাঁর গানে মজেছিল বহু মানুষ। জারার গান গাওয়ার ভিডিও ভাইরাল হতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর থেকেই নিখোঁজ জারা। সে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জারার পরিবার তাঁকে হন্যে হয়ে খুঁজছে।
উল্লেখ্য, ইসলামিক দেশ ইরানে ১৯৭৯ সালে আইন করে বলা হয়- প্রকাশ্যে কোনও মহিলা নাচতে বা গান গাইতে পারবেন না। এর বিরুদ্ধে যাওয়ায় গুম হয়ে গেলেন গায়িকা জারা।
প্রসঙ্গত, এর আগে হিজাব বিরোধী আন্দোলনে নামার জেরে শত শত নারীকে ফাঁসি দিয়েছিল ইরান। ইসলামিক দেশ আফগানিস্তানেও নারী স্বাধীনতা নেই বললেই চলে।