Thursday, June 19, 2025
Latestদেশ

এ‌নকাউন্টারে খতম জম্মু-কাশ্মীরের আল-কায়দা শাখার প্রধান সহ তিন জঙ্গি

শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৩ জঙ্গি ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছেে, এনকাউন্টারে মৃত তিন জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। ওই তিন মৃত জঙ্গির নাম নাভিদ তক, হামিদ লোন ওরফে হামিদ লেলহারি এবং জুনাইদ ভাট। কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করে এই কথা জানানো হয়েছে।

নিকেশ হওয়া তিন জঙ্গির মধ্যে রয়েছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ৩০ বছর বয়সী হামিদ লেলহারি। আল-কায়দার জম্মু-কাশ্মীর শাখা আনসার গাজওয়াত-উল-হিন্দ (এজিএইচ)-এর প্রাক্তন প্রধান জাকির মুসা খতম হওয়ার পর তার উত্তরাধিকার হিসাবে আল–কায়দার দায়িত্ব নেয় হামিদ লেলহারি।

২০১৯ সালের ২৩ মে মাসে জাকির মুসা এনকাউন্টারে খতম হলে এই হামিদ লেলহারি আল–কায়দার প্রধান হয়। জানা গেছে, হামিদের আদি বাড়ি পুলওয়ামায়। ইদের সময় একটি ভিডিও প্রকাশ করে ওই জঙ্গি গোষ্ঠী জানায়, মুসা মারা যাওয়ার পর দায়িত্ব নিচ্ছে হামিদ লেলহারি।

এর আগে ২০১৬ সালে লস্কর-ই-তৈবায়(LeT) যোগ দেয় হামিদ। ২০১৮ সাল থেকে জাকির মুসার সঙ্গে কাজ শুরু করে সে। ২০১৭ সালের জুলাই থেকে কাশ্মীরে আল-কায়দার শীর্ষনেতা ছিল জাকির মুসা। তার আগে বুরহান ওয়ানির মৃত্যুর পর হিজবুল মুজাহিদিনের শীর্ষনেতা ছিল মুসা।