Thursday, January 23, 2025
খেলা

রাখিবন্ধনে করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানালেন যুবরাজ সিং

মুম্বাই: আজ, সোমবার রাখি উৎসব। তবে করোনা প্রকোপের জেরে উৎসবের সব আমেজ ফিকে হয়ে গিয়েছে। ভাইয়ের মঙ্গল কামনায় বোন কিংবা দিদি ভাই কিংবা দাদার হাতে পবিত্র সুতো বেঁধে দেন৷ রাখি বন্ধনের দিন আবেগঘন পোস্ট করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।

যুবরাজ সিং টুইটে লিখেছেন, মেমরি লেন ধরে হাঁটছি, ভাইবোনের সাথে কাটানো কিছু স্মরনীয় মুহূর্তকে স্মরণ করছি। আমরা আমাদের সেই ফেলে আসা দিনে ফিরে যেতে পারব না। আমাদের বন্ধনটি সময়ের সাথে সাথে আরও দৃঢ়তর হয়েছে! আমার সকল বোনদের শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা রইল।

পাশাপাশি, রাখিবন্ধন উৎসবে করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন যুবি। তিনি লিখেছেন, আসুন আমরা আমাদের বোনদের যারা হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ইউনিটে কাজ করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে দিয়ে আমাদের রক্ষা করে চলেছে, এই রাখিবন্ধন উৎসবে তাঁদের ধন্যবাদ জানাই৷

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর টুইটে লিখেছেন, এই বছরের রাখিবন্ধন কিছুটা আলাদা। ‘অস্থায়ী’ দূরত্ব সত্ত্বেও আমি আমার বোনদের সঙ্গে ভালোবাসার বন্ধন শেয়ার করেছি তা আগের চেয়ে আরও বেশি দৃঢ়তার সঙ্গে।