Thursday, January 23, 2025
আন্তর্জাতিক

খাবারে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট, ৪৮ ঘন্টার মধ্যে ইউনূস সরকারকে ফেলে দেওয়ার হুমকি জনতার 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের (Yunus) নেতৃত্বে তৈরি হওয়া সরকার এখন গভীর সংকটে। লাগাতার কর বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের সাধারণ মানুষ। রাস্তায় নেমে ইউনুসের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে জনতা।

সম্প্রতি রেস্তোরাঁয় খাবারের বিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। সরকারের চাপানো অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট এবং গ্যাসের মূল্য আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে চরম বিপাকে ফেলেছে। ফলে দেশের জনগণ হুঁশিয়ারি দিয়েছে, এই কর প্রত্যাহার না করা হলে সরকারের পতন নিশ্চিত।

জনগণের এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎখাতের ঘটনাও। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। তাদের অভিযোগ, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ইউনুসের সরাসরি হাত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ তীব্রতর হচ্ছে। “বাংলাদেশ জাগ্রত জনতা” সংগঠন সরাসরি আন্দোলনের ডাক দিয়েছে। তাদের স্লোগান, “জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার মূল্য চোকাতে হবে ইউনুসকে। শেখ হাসিনাকে যে সরকার দেশছাড়া করেছে, তারাও দেশে টিকতে পারবে না।”

মানবাধিকারের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে ইউনুসের সরকারের বিরুদ্ধে। বিভিন্ন নীতি ও সিদ্ধান্তে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে ইউনুস সরকারকে। জনগণের দাবি স্পষ্ট—অবিলম্বে কর প্রত্যাহার করুন, নইলে সরকারের পতন ঘটবে।

দেশজুড়ে এই ক্ষোভের ঢেউ ইউনুসের সরকারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনতার দাবি মানা না হলে বাংলাদেশে আরও বড় রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে।