চলে গেলেন দুঃস্থ বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া সেই ‘দাদু’, অনাথদের জন্য খোলা রইল ‘গ্র্যান্ডপা’স কিচেন
হায়দরাবাদ: মারা গেলেন ইউটিউব সেনসেশন তেলেঙ্গানার দাদু নারায়ণ রেড্ডি। বার্ধক্যজনিত কারণে ৭৩ বছর বয়সে মারা গেলেন ‘গ্র্যান্ডপা কিচেন’ খ্যাত দাদু। বৃহস্পতিবার সকালে মারা যান নারায়ন রেড্ডি। সমাজে যারা প্রান্তিক, যারা অনাথ তাঁদের মুখে নিজের হাতে খাওয়ার তুলে দিতেন তিনি।
ইউটিউব চ্যানেলে এই ‘গ্র্যান্ডপা কিচেন’-এর সাবস্ক্রাইবার সংখ্যা ৬.২ মিলিয়ন, অর্থাত্ ৬০ লাখেরও বেশি। ফেসবুক পেজে ‘গ্র্যান্ডপা কিচেন’-এর লাইক ৪৫ লাখ। তেলঙ্গনার জনপ্রিয় শেফ নারায়ণ রেড্ডির প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় নেমে এসছে শোকের ছায়া।
দেশ বিদেশের নানা প্রান্তের সব লোভনীয় পদে রান্না করে খাবার বিলিয়েছেন অকাতরে, অনাথ শিশুগুলোর মধ্যে। এতেই ছিল তাঁর আনন্দ। স্বজনহীন বাচ্চাদের খাইয়ে তৃপ্তি পেতেন তিনি। নিজেই চাষ বাস করে, ক্ষেত পরিষ্কার করে রান্না করতেন তিনি। ‘Loving. Caring. Sharing.’ এটাই ছিল তাঁর বাণী।
নারায়ণ রেড্ডি প্রায় ২২০ রকম পদ রান্না করেছেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় পদ ফ্রেঞ্চ ফ্রাই। এরপরই রয়েছে ম্যাগি প্যাকেট দিয়ে নুডলসের জনপ্রিয় রেসিপি। মারা যাওয়ার দিন কয়েক আগে তিনি তাঁরর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন একটি ভিডিওতে। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, ‘গ্র্যান্ডপা’ চলে গেলেও ‘গ্র্যান্ডপা’স কিচেন’ বন্ধ হবে না। অনাথ শিশুদের জন্য ‘গ্র্যান্ডপা কিচেন’ চলবে।