‘লজ্জা করে না? মহরমের মাসে গণেশ পুজো করছেন?’, মৌলবাদীদের তোপের মুখে সারা
নানা কারণেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রলের শিকার হন তারকারা। অশালীন বক্তব্য করতেও ছাড়েন না। এবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়লেন সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান।
বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন সারা ও তাঁর ভাই ইব্রাহিম আলি খান। প্রায়ই সারাকে বিভিন্ন মন্দিরে পূজা দিতে যেতে দেখা যায়। গণেশ চতুর্থীতে গণপতির সঙ্গে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। আর এতেই শুরু হয় সমালোচনা।
ক্যাপশনে সারা লিখেছিলেন, গণপতি বাপ্পা মোরিয়া! আশা করি গণেশজি সব বাধা দূর করে হাসি ফোটাবেন সবার মুখে। জীবন ভরিয়ে দেবেন পজিটিভ চিন্তা ও সাফল্যে।
এই পোস্ট দেখেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, একজন মুসলিম হয়ে কীভাবে গণেশ পূজা করলেন সারা? পাশাপাশি সারা যেন তাঁর নাম থেকে ‘আলি খান’ পদবি সরিয়ে দেন, সে পরামর্শও কারও কারও। শুধু তা-ই নয়, সারা আলি খান কীভাবে একজন হিন্দু অভিনেতার (কার্তিক আরিয়ান) সঙ্গে সম্পর্কে জড়ান, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। অবশ্য এ প্রসঙ্গে কোনও রকম মন্তব্য করেননি সারা। তবে তার অনুরাগীরাই সারার হয়ে মুখ খুলেছেন।