Sunday, June 22, 2025
Latestদেশ

তিন তালাক প্রাপ্ত মুসলিম মহিলাদের বছরে ৬০০০ টাকা করে ভাতা দেবে যোগী সরকার

লখনউ: তিন তালাকের শিকার হওয়া মুসলিম মহিলাদের সরকারি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। শনিবার যোগী সরকার জানিয়েছে, তিন তালাকের শিকার হওয়া মহিলাদের রাজ্য সরকার বছরে ৬০০০ টাকা করে ভাতা দেবে। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই টাকা তাঁরা পাবেন বলে জানান মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আইন করে তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেছে। তিন বছর পর্যন্ত কারাদন্ডের সাজা নির্ধারিত হয়েছে। চলতি অর্থবছরের শেষে যোগী সরকার তিন তালাকের ক্ষতিগ্রস্থদের ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ভাতার পরিমাণ প্রতিমাসে ৫০০ টাকা হবে বলে খবর।

এদিন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ তিন তালাকের শিকার হওয়া মুসলিম মহিলাদের সঙ্গে দেখা করেন। সেখানেই তিনি ঘোষণা করেন, তিন তালাকের শিকার হওয়া মহিলাদের রাজ্য সরকার বছরে ৬০০০ টাকা করে ভাতা দেবে। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে।


এ বিষয়ে শিয়া ধর্মীয় নেতা মাওলানা সাইফ আব্বাস বলেন, শিশুদের পড়াশোনা ও তাদের বিষয়ে সরকারের আরও নজর দেওয়া উচিত। যা তিন তালাক প্রাপ্তদের ভাতা হিসাবে মাসে ৫০০ টাকা দেওয়ার চেয়ে ভালো হবে। সুন্নি ধর্মীয় নেতা মাওলানা সুফিয়ানা বলেন, এই বিষয়ে রাজনীতি করা হয়েছে। দেখা উচিত, সরকার প্রতিমাসে পেনশন দিয়ে ৫০০ টাকা দিয়ে ন্যায়বিচার কী চায়।

জনৈক শাহিস্তা আম্বর বলেন, সরকারের উদ্যোগ ভালো তবে পরিমাণ খুব কম। আজকের বাজারে বার্ষিক ৬,০০০ টাকা ভাতার মাধ্যমে প্রাথমিক চাহিদা পূরণ করা কঠিন হবে। তার চেয়ে বরং অপরাধী স্বামীকে তালাক দেওয়ার পরে স্বামীর আয়ের ৫০ শতাংশ স্ত্রীকে দেওয়ার আইন করা উচিত।