Wednesday, July 24, 2024
রাজ্য​

আজ পুরুলিয়ায় হচ্ছে যোগীর সভা, সড়কপথে সভাস্থলে পৌঁছবেন আদিত্যনাথ

পুরুলিয়া: কপ্টার বিতর্কে ইতিমধ্যেই বিরোধে তৃণমূল ও বিজেপি। বালুরঘাট এবং রায়গঞ্জের পর বাঁকুড়াতেও বাতিল হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা। বাঁকুড়ার সভাস্থলেও কপ্টার নামার অনুমতি দেয়নি রাজ্য, তারই জেরে সভা বাতিল হয়। তবে আজ মঙ্গলবার পুরুলিয়াতে যোগীর সভা হবে।

যদিও,পুরুলিয়াতেও কপ্টার নামায় অনুমতি পাওয়া যায়নি। সেই কারণে ঝাড়খণ্ডে নামবে যোগীর কপ্টার ও তারপর সড়কপথে পুরুলিয়ায় পৌঁছবেন যোগী আদিত্যনাথ।

সূত্রের খবর, পুরুলিয়ায় সভার অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। কিন্তু অনুমতি ছাড়াই সভা করবে বিজেপি। ঝাড়খণ্ডে নামবে যোগীর কপ্টার ও তারপর সড়কপথে পুরুলিয়ায় পৌঁছবেন যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার ভাঙরা মোড়ের নবকুঞ্জ ময়দানে দুপুর ১টায় যোগীর সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, হেলিপ্যাড নিয়ে বিতর্কের জেরে কপ্টার নামার অনুমতি না মেলায় রাজ্যে একের পর এক বাতিল হচ্ছে যোগী আদিত্যনাথের সভা। প্রথমে, বালুরঘাট এবং রায়গঞ্জে। পরে বাঁকুড়ায়।