Monday, March 24, 2025
দেশ

কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়, আর মোদী দেয় গুলি: যোগী আদিত্যনাথ

গাজিয়াবাদ: কংগ্রেস সরকার আতঙ্কবাদীদের বিরিয়ানি খাওয়ায়। আর নরেন্দ্র মোদী সরকার খাওয়ায় গুলি। রবিবার (৩০ মার্চ) উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধী কংগ্রেস শিবিরকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন বক্তব্য কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সন্ত্রাসবাদ এবং সেনাবাহিনীর সাফল্যের প্রসঙ্গ টেনে আনেন যোগী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেনাবাহিনীর সাফল্যের অন্যতম কারিগর বলে দাবি করেছেন তিনি।

যোগী আদিত্যনাথের কথায়, কংগ্রেসের লোকজন জঙ্গিনেতা মাসুদ আজহারের মতো লোকদের সম্মান দিয়ে কথা বলে। এটাই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে পার্থক্য বলে দাবি করেছেন তিনি।

কংগ্রেসের পাশাপাশি এদিনের জনসভা থেকে পূর্বতন সপা সরকারকে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেন, আগে উত্তরপ্রদেশে সাধারণ মানুষ গরুর গাড়িতে করে যাতায়াত করতো। পরে অবৈধ কসাইখানা চালু করে গোহত্যা করা হয়। ভিসারাতে কী হয়েছিল তা সবাই জানে।

আদিত্যনাথের অভিযোগ, অখিলেশ যাদব পরিচালিত সমাজবাদী পার্টির সরকার মানুষের আবেগ নিয়ে খেলা করেছে। বিজেপি সরকার আসার পরে সব অবৈধ কসাইখানা বন্ধ করে দেওয়া হয়েছে।