Wednesday, April 23, 2025
Latestদেশ

হিন্দুদের মধ্যে মুসলিমরা নিরাপদ, কিন্তু মুসলিমদের মধ্যে হিন্দুরা সুরক্ষিত নয়: যোগী আদিত্যনাথ 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, হিন্দুদের মাঝে মুসলিমরা সুরক্ষিত থাকলেও, মুসলিমদের মাঝে হিন্দুরা নিরাপদ নন। এমনকি, তিনি বাংলাদেশ ও পাকিস্তানের উদাহরণ টেনে এনে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছেন।

যোগীর বক্তব্য কী?

যোগী আদিত্যনাথের মতে, যদি ১০০ হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার বসবাস করে, তাহলে তারা নিজেদের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীনতা পায় এবং নিরাপদ থাকে। কিন্তু উল্টো পরিস্থিতিতে, অর্থাৎ ১০০ মুসলিম পরিবারের মধ্যে যদি ৫০ জন হিন্দু থাকেন, তাহলে তাঁরা নিরাপদ নন। এর প্রমাণ হিসেবে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর উল্লেখ করেন।


যোগী বলেন, “বাংলাদেশই উদাহরণ। এর আগে পাকিস্তান ছিল উদাহরণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে হিন্দুরা কতটা নিরাপদ, তা সবার জানা।”

উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের অবস্থা ও যোগীর দাবি

উত্তরপ্রদেশে ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একাধিকবার সমালোচিত হয়েছেন যোগী আদিত্যনাথ। বিশেষ করে, ‘বুলডোজার নীতি’ কার্যকর করতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি ধ্বংসের অভিযোগ উঠেছে। পাশাপাশি, মসজিদের নিচে মন্দির খোঁজার সরকারি উদ্যোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

উত্তরপ্রদেশে এখন দাঙ্গা হয় না

তবে, যোগীর দাবি, তাঁর রাজ্যে ২০১৭ সালের পর থেকে কোনো বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তিনি বলেন, “হিন্দুরা যদি নিরাপদ থাকেন, তাহলে মুসলিমরাও নিরাপদ থাকবেন। উত্তরপ্রদেশে এখন দাঙ্গা হয় না। ২০১৭ সালের আগে দাঙ্গা হলে, হিন্দু-মুসলিম উভয়েরই ক্ষতি হতো। কিন্তু গত আট বছরে তেমন কিছু ঘটেনি।”