অযোধ্যায় বিশ্বের উচ্চতম রাম মূর্তি গড়বেন যোগী
লখনউ: সম্প্রতি ২,৯৮৯ কোটি টাকা টাকা খরচ করে নর্মদার তীরে বিশ্বের উচ্চতম মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে নয়া চমক। এবার রামের মূর্তি নির্মাণের পথে হাঁটছে চলেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। দীপাবলির উপহার দিতে চলেছেন তিনি। দীপাবলি পালনের মাঝেই সুখবর দেবেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিকল্পনা করেছেন সরযূ নদীর তীরে গড়ে তোলা হবে ১০০ মিটারেরও বেশি উচ্চতার বিরাট রাম মূর্তি।
এ প্রসঙ্গে উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি মহেন্দ্র নাথ পাণ্ডে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন সন্ত। অযোধ্যা নিয়ে তাঁর পরিকল্পনা রয়েছে। দীপাবলিতেই তিনি সুখবর দেবেন। সূত্রের খবর অনুযায়ী, ভগবান রামকে নিয়ে সংগ্রহশালা, আর্ট গ্যালারি, বিমানবন্দর অযোধ্যায় তৈরির পাশাপাশি সরযূ নদীর তীরে ১০০ মিটারেরও বেশি উচ্চতার রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূর্তির পাদদেশ হবে ৩৬ মিটারের। ব্রোঞ্জের রাম মূর্তিটি বানাতে খরচ পড়বে ৩৩০ কোটি টাকা।
Plans afoot for statue of Lord Ram in Ayodhya, Adityanath may make announcement on Diwali: BJP leader
Read: https://t.co/OVvsaUdG8T pic.twitter.com/Inuq7HbrTN
— Times of India (@timesofindia) 3 November 2018
যোগী সরকার যদি ১০০ মিটারেরও বেশি উচ্চতার এই রাম মূর্তি মূর্তি নির্মাণ করে তাহলে উচ্চতার রেকর্ডে এটি হার মানাবে স্ট্যাচু অফ লিবার্টিকে। এবং এটিই হবে বিশ্বের বৃহত্তম রাম মূর্তি। এদিকে, সন্তদের সংগঠন অধ্যাদেশ এনে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত চাপ দিচ্ছে। সেই চাপ ও সঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি শিবির রাম মন্দিরের জায়গায় আপাতত রাম মূর্তি তৈরির পরিকল্পনা হাতে নিয়ে এগোতে চাইছে বলে খবর।