আজম খান নির্মিত ‘উর্দু তোরণ’ গুঁড়িয়ে দিল যোগী সরকার
লখনউ: উত্তরপ্রদেশের রামপুরে সমাজবাদী পার্টির নেতা আজ়ম খানের নির্মিত ‘উর্দু তোরণ’ ভেঙে ফেলল যোগী আদিত্যনাথের সরকার। অভিযোগ, পূর্বতন সরকারের আমলে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল তোরণটি। সমগ্র নির্মাণ বেআইনি।
উল্লেখ্য, রামপুরের মহম্মদ আলি জহর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার হিসেবে তোরণটি বানানো হয়েছিল। অখিলেশ যাদব পরিচালিত উত্তর প্রদেশ রাজ্য সরকারের মন্ত্রী আজম খান ওই গেট নির্মাণ করেছিলেন। অভিযোগ, অবৈধভাবে জমি দখল করে তোরণটি বানানো হয়েছিল।
The ‘Urdu Gate’ built by Azam Khan in Rampur demolished by Rampur Administration today. After & Before pics pic.twitter.com/Re49Bwze6H
— Aman Sharma (@AmanKayamHai_ET) 6 March 2019
জেলা শাসক অঞ্জন কুমার সিং জানিয়েছেন, সরকারি জমি ব্যবহার করে অবৈধভাবে ওই গেট নির্মাণ করা হয়েছিল। ওই গেট নির্মানের জণ্য জেলা প্রশাসনের থেকে কোনওপ্রকার অনুমতি নেওয়া হয়নি।
পূর্ত দফতরের রিপোর্ট, উর্দু তোরণ তৈরি হওয়ার ফলে সাধারণ মানুষের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। তোরণটি তৈরি করা হয়েছিল আর তার জেরে ওই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেক বড় গাড়ি অন্য পথ দিয়ে ঘুরে যাতায়াত করার কারণে অন্য রাস্তাতেও যানজটের সৃষ্টি হচ্ছিল।
In 2015, Azam Khan had almost forced 80 Dalit families to convert & also threatened to demolish their homes to build a mall.
Now, Yogi govt has demolished Urdu Gate built by Azam Khan on illegally grabbed Govt land in Rampur.
That’s the Karma.
— Anshul Saxena (@AskAnshul) 6 March 2019