‘চৌকিদার পিওর হ্যায়’, জানালেন যোগগুরু রামদেব
নয়াদিল্লি: বিজেপির ‘চৌকিদার’ ইস্যুতে এবার মুখ খুললেন যোগগুরু রামদেবও। কংগ্রেসকে পালটা খোঁচা দিয়ে তাঁর দাবি, বিরোধীদের স্লোগান হওয়া উচিত ‘চৌকিদার পিওর হ্যায়’।
লোকসভা ভোটের আগে ‘চৌকিদার’ বিতর্ক নিয়ে নিজের মত জানালেন রামদেব। তিনি জানিয়েছেন, আমি এই দেশের সমর্থক। গোটা দেশের সার্বিক উন্নয়ন নিয়ে যারাই কাজ করবে, যাদের ইচ্ছা স্পষ্ট হবে, তাদেরই আমাদের ভোট দেওয়া উচিত। বর্তমানে মোদীজির নেতৃত্ব দারুণ এবং তাঁর চরিত্র হিমালয়ের মতো। তাঁর সামনে অন্যান্য নেতারা অতি নগণ্য। মোদীজি ছাড়া কোনও ভালো বিকল্প আমি দেখতে পাচ্ছি না।
Yogguru Baba Ramdev praises PM Modi for ‘#mainbhichowkidaar campaign @yogrishiramdev pic.twitter.com/sKHvB9yl0L
— Tv9 Gujarati (@tv9gujarati) 31 March 2019
যোগগুরু রামদেব আরও বলেন, এদেশের মানুষের উচিত চৌকিদার চোর হ্যায় বলার পরিবর্তে চৌকিদার পিওর হ্যায় বলা। সকলেই নিজেকে চৌকিদার বলছেন এবং আমিও তাই বলছি। কারণ আমারও দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। শুধু স্লোগান তোলার জন্য কেউ কাউকে চৌকিদার বা সাহুকর বলবে এটা ঠিক নয়। আর যাই হোক মোদীকে কেউ চোর বা দুর্নীতিপরায়ণ বলতে পারেন না।
প্রসঙ্গত, টুইটার হ্যান্ডেলে নিজেকে ‘চৌকিদার’ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অনুসরণ করে বিজেপি মন্ত্রী, নেতা ও সমর্থকরাও টুইটার হ্যান্ডেলে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ জুড়েছেন।