শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন শুটার ইয়াশাস্বিনী
আইএসএসএফ শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতীয় শুটার ইয়াশাস্বিনী সিং দেশওয়াল। ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে ওলেনা কোস্টেভিচকে হারিয়ে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে সোনা জিতে নিলেন ইয়াশাস্বিনী।
২২ বছরের ইয়াশাস্বিনী জুনিয়র চ্যাম্পিয়নসের একসময়ের প্রতিযোগী। ইয়াশাস্বিনী এদিন রেকর্ড স্কোর করেন ২৩৬.৭। ফাইনালে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকেন ইয়াশাস্বিনী। কোস্টেভিচের থেকে শুরুতেই ১.৯ পয়েন্ট লিড নিয়ে এগিয়ে ছিলেন তিনি।
Yashaswini wins gold, secures #OlympicQuota!??
A stunning display by 22 yr old #YashaswiniDeswal as she wins a gold? in women’s 10m Air Pistol at the ISSF World Cup in Rio.
??With this, she becomes the 9th Indian shooter to secure a #Tokyo2020 quota.
Many congratulations!??? pic.twitter.com/QeflGJvxWH
— SAIMedia (@Media_SAI) August 31, 2019
কোস্টেভিচ রূপো জিতেছেন। অন্য দিকে আর এক প্রতিদ্বন্দ্বী জাস্মিনা মিলোভানোভিক তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জের পদক জিতেছেন।
প্রসঙ্গত, সামনের বছরই টোকিও অলিম্পিক। তার আগে ইয়াশাস্বিনীর এমন পারফরম্যান্স শুটিংয়ে আশার আলো দেখাচ্ছে।