Friday, March 21, 2025
Latestদেশ

১১-১২ অক্টোবর ভারত সফরে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং

নয়াদিল্লি: আগামী ১১ ও ১২ অক্টোবর ভারত সফরে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। জিনপিংয়ের ভারত সফরের কথা নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক। ২০১৮ সালের উহান সম্মেলনের পর দ্বিতীয় বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠক করতে চলেছেন চিনা প্রেসিডেন্ট।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, আসন্ন চেন্নাই ঘরোয়া বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার এবং ভারত-চিন ঘনিষ্ঠ উন্নয়ন অংশীদারিত্বকে আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করা হবে।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের তীব্র বিরোধিতা জানিয়ে বিশ্ব দরবারে সোচ্চার হয়েছে পাকিস্তান। ইসলামাবাদের ‘পরম বন্ধু’ চিন, এ সম্পর্কের কথা সর্বজনবিদিত। এই প্রেক্ষাপটে চিনা প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। যদিও চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, কাশ্মীর ইস্যুতে চিনের অবস্থান, কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, আমরা ভারত-পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে বৈঠক ও পরামর্শ করার বিষয়ে এবং পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করার আহ্বান জানাচ্ছি।