Tuesday, March 25, 2025
দেশ

বাবা মহাবীরকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত কুস্তিগির ববিতা ফোগত

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত কুস্তিগির ববিতা ফোগত। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন তাঁর বাবা দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর ফোগট। ২৯ বছরের ববিতা কমনওয়েলথ গেমসে তিনবার সোনা জিতেছেন। জিতেছেন রুপোও। আমির খান অভিনীত ২০১৬ সালের ব্লকবাস্টার ‘দঙ্গল’-এ ববিতাদের পরিবারেরই কাহিনি দেখানো হয়েছিল।

এবছরই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ফলে ববিতার অন্তর্ভুক্তি দলের সম্ভাবনা সেরাজ্যে আরো মজবুত করল। ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগত দু’জনেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমর্থক। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়াকেও সমর্থন জানিয়েছেন তাঁরা।


গত সপ্তাহে কাশ্মীরি মহিলাদের নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের মন্তব্যকে সমর্থন করেন ববিতা। খাট্টার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর জানিয়েছিলেন, কিছু মানুষ এখন বলছেন কাশ্মীর এখন মুক্ত, সেখান থেকে স্ত্রী আনা যাবে এখানে।

রাজ্যে লিঙ্গের অনুপাত কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে খাট্টার জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে এনে ওই মন্তব্য করেন। ববিতা দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পাশে। ববিতা বলেন, তিনি এমন কোনও বিবৃতি দেননি যেটা আমাদের বোন ও কন্যাদের প্রতি অসম্মানজনক। আমি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানাব ওঁর বিবৃতির ভুল ব্যাখ্যা না করতে।