এই দীপাবলিতে প্রতিটি কন্যাসন্তানের পুজো করুন: মোদী
নয়াদিল্লি: এই দীপাবলিতে সব কন্যাসন্তানকে পুজো করুন। দিল্লির দ্বারকায় দশেরা অনুষ্ঠানের উদ্বোধন করে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো বলেন, আমাদের ঘরেই লক্ষ্মী আছে। মন কি বাতেও বলেছি, আমাদের ঘরে, আমাদের এলাকাতেই লক্ষ্মী রয়েছে। প্রত্যেক কন্যাই লক্ষ্মীর রূপ।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই দীপাবলিতে সব কন্যাদের শ্রদ্ধা ও পুজো করা উচিৎ। নবরাত্রির মাহাত্ম্যের কথা মাথায় রেখে আসুন নারীদের আরও ক্ষমতায়ন ও শ্রদ্ধাজ্ঞাপনের চেষ্টা করি। প্রসঙ্গত, মোদী সরকারের অন্যতম প্রধান প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। কন্যাভ্রূণ হত্যা নিয়েও সচেতনতামূলক কাজ শুরু করেছে।
মোদী বলেন, আসলে আমাদের সকল উত্সবগুলি শিক্ষণীয়। যখন প্রয়োজন, তখন উৎসবের রূপ বদল করা যায়। কারণ সমাজে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। প্রতিটি মানুষের মধ্যে যে অশুভ শক্তি রয়েছে, লড়াই করে তারও বিনাশ প্রয়োজন।
May the blessings of Prabhu Shri Ram always remain upon us.
May the power of truth, goodness and compassion always prevail.
May evil be eliminated.
Jai Shri Ram! ?? pic.twitter.com/OCZOLsX7ug
— Narendra Modi (@narendramodi) October 8, 2019
এর আগে মঙ্গলবার সকালে টুইটে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান নমো। টুইটে তিনি লেখেন, শ্রীরামের আশীর্বাদ যেন সবার উপর বর্ষিত হয়। সত্য, মহত্ব ও সহানুভূতি যেন সবার সঙ্গে থাকে। অশুভের বিনাশ হয়। জয় শ্রী রাম।