Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

হাসপাতালে বিশ্বের ‘সবচেয়ে লম্বা’ মানুষ, চিকিত্‍সার ব্যয় বহন করবেন শেখ হাসিনা

ঢাকা: উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। রাস্তায় বেরলে অবাক দৃষ্টিই পাওনা তাঁর। না বললেও অনেকেরই মনের কথা-‘এ মানুষ নয়, এ দানব’। তবে ‘সাধারণত্বে’ অভ্যস্ত সমাজের কাছে অসাধারণ বা ভীতিকর হলেও, আদতে ‘দ্য জেন্টল জায়ান্ট’ বাংলাদেশের জিন্নাত আলি।

হরমোন জনিত কিছু সমস্যার দরুণ অস্বাভাবিকভাবে উচ্চতা বেড়েছে ২২ বছরের এই যুবকের। ফলে নানা জটিল শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। উন্নত চিকিত্‍সা করানোর মতো আর্থিক সঙ্গতি নেই তাঁর পরিবারের। এই কথা জানতে পেরে ‘বিস্ময় মানব’ জিন্নাতের চিকিত্‍সার সমস্ত ব্যয় বহন করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন জিন্নাত। বুধবার সন্ধ্যায় তাঁর সঙ্গে সংসদ ভবনে সাক্ষাত্‍ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিরল রোগ ও জিন্নাতের আর্থিক দুরবস্থার কথা শুনে চিকিত্‍সার সমস্ত খরচ বহন করার আশ্বাস দিয়েছেন হাসিনা। এ সময় তাঁর চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী।

তিন ভাই ও এক বোনের মধ্যে জিন্নাত আলী সেজো। অতি উচ্চতার কারণে শোয়া, বসা ও হাঁটাচলা করতে হয় ঘরেই। এছাড়া খাবার চাহিদাও তাঁর বেশি। কিন্তু দরিদ্র বাবা-মা তাকে পর্যাপ্ত খাবার দিতে পারে না। ফলে অপুষ্টিসহ নানান জটিল রোগে আক্রান্ত সে।

ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মহম্মদ আবদুল্লা বলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া হরমোন জনিত সমস্যার কারণে ওর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আরও পরীক্ষা করতে হবে। এমনই সমস্যা নিয়ে আগেও কয়েকজন রোগী এসেছিল। তবে জিন্নাতের মতো দীর্ঘদেহী কেউই ছিল না।

প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেন। তাঁর উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। ২০০৯ সালের সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তির স্বীকৃতি দেয়। আর মাত্র ২২ বছর বয়সেই জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। তবে সর্বকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানুষ ছিলেন রবার্ট পারশিং ওয়েডলো। তিনি ছিলেন ৮ ফুট ১১ ইঞ্চি লম্বা। ১৯১৮ সালে ২২ ফেব্রুয়ারী জন্ম নেওয়া এই মার্কিনী মারা যান ১৯৬৯ সালে।