Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

বিশ্বের বিপজ্জনক ১০ দেশ

ব্রিটেনভিত্তিক ঝুকি ও কৌশলিবষয়ক কনসালট্যান্সি প্রতিষ্ঠান “ভেরিস্ক ম্যাপলক্রফট” মাদকের ব্যপক প্রাপ্যতা, নারী ও শিশু পাচার, অপহরণ, চাদাবাজি, লুটপাট ও সহিংসতা মূলক বিভন্ন কার্যক্রম বিবেচনা করে বিশ্বের ১৩৬টি দেশের মধ্য থেকে বিশ্বের বিপজ্জনক ১০ দেশের তালিকা তৈরী করেছে। যে দশটি দেশকে বিশ্বের সবথেকে ‘বিপজ্জনক’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার বেশিরভাগই অবস্থিত আমেরিকা ও আফ্রিকা মহাদেশে। তার দশম তম স্থানে রয়েছে পাকিস্তান। এক নম্বরে রয়েছে আফগানিস্থান।

বিশ্বের সবথেকে বিপজ্জনক দশ দেশের তালিকা-

১. আফগানিস্থান

২. গুয়েতেমালা

৩. মেক্সিকো

৪. ইরাক

৫. সিরিয়া

৬. হন্ডুরাস

৭. ভেনিজুয়েলা

৮. এল সালভেদর

৯. সোমালিয়া

১০. পাকিস্থান