অমরাবতীতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে, দর্শক ধারণক্ষমতা হবে ১ লাখ ৩২ হাজার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। এই স্টেডিয়ামটি হবে বর্তমান বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের চেয়েও বড়। নতুন স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি।
এসিএর প্রেসিডেন্ট কেসিনেনি সিভান্ত জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৬০ একর জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। অমরাবতীতে ২০০ একর জায়গাজুড়ে একটি স্পোর্টস সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে টিডিপি সরকারের। এই স্পোর্টস সিটির অংশ হিসেবে নির্মিত হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। সিভান্তের মতে, স্টেডিয়াম নির্মাণে আর্থিক সহায়তা করবে বিসিসিআই। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হবে।
এই স্টেডিয়াম নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা। সিভান্ত বলেন, এই স্টেডিয়াম তৈরি হলে আন্তর্জাতিক পর্যায়ে অমরাবতীর গুরুত্ব বাড়বে এবং বিশ্ব মানচিত্রে শহরটির অবস্থান আরও সুদৃঢ় হবে।
এদিকে, অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১৫ হাজার কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। এই অর্থ স্টেডিয়ামসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে অমরাবতী ক্রীড়া ও অবকাঠামো খাতে নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।