Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

এবার পৃথিবীর প্রথম কৃত্রিম সংবাদ সঞ্চালক প্রস্তুত করল চিন

বেইজিং: সংবাদ চ্যানেলে সংবাদ পাঠের জন্য আর কি মানুষের প্রয়োজন আছে? সংবাদ পাঠক পাঠিকার ভবিষ্যৎ যে ফুরিয়ে আসছে তা প্রমাণ করে দিয়েছে চিন। চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া সম্প্রতি ভার্চুয়াল নিউজরিডার দিয়েই সংবাদ পাঠের কাজ পরিচালনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি, মানুষের মতো গলা আর মানুষের মতোই দেখতে।

কৃত্রিম এআই নিউজরিডার দুটি তৈরি করেছে চিনা সংবাদ সংস্থা জিংহুয়া ও চিনের নিজস্ব সার্চ ইঞ্জিন সংস্থা সোগোউ। বুধবার উঝেনে ওয়ার্ল্ড ইন্টারনেট কনেফারেন্সে সিনহুয়া রোবট সংবাদ পাঠকদেরকে প্রকাশ্যে এনেছে। একজন রোবট সংবাদ পাঠক ইংরেজিতে এবং অন্যজন চিনা ভাষায় কথা বলে। ‘হ্যালো, আমি ইংলিশ কৃত্রিম সংবাদ সঞ্চালক। এটা জিংহুয়ায় আমার প্রথম দিন। আমার ভয়েস ও অ্যাপিয়ারেন্স ঠিক করেছেন ঝাং ঝাও। তিনি জিংহুয়ার একজন রক্তমাংসের সঞ্চালক।

কৃত্রিম এই নিউজ অ্যাঙ্কার দেখতে সম্পূর্ণ মানুষের মতো। তার হাঁটাচলা সোশ্যাল সাইটে প্রকাশ পায়নি। কিন্তু তার বসার ধরন, কথা বলার স্টাইল, এসবই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই রোবট ঝরঝরে ইংরেজি বলতে পারে। ক্যামেরার সামনে স্ক্রিপ্ট পড়তেও অভ্যস্ত সে।

সোশ্যাল মিডিয়াতে এআই সংবাদ সঞ্চালক বিষয়ে মিশ্র প্রতিক্রিয়াও এসেছে। অনেকেই এআইয়ের মুখের অভিব্যক্তি এবং একভাবে কথা বলে যাওয়া বা গলার ওঠানামার অভাবের বিষয়ে মন্তব্য করেছেন। অন্যরা আবার ভার্চুয়াল নিউজ উপস্থাপকের ধারণাটি নিয়ে আরও প্রস্তুতি এবং আরও পরীক্ষা-নিরীক্ষার পক্ষেই মতামত দিয়েছেন।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের এমিরেটাস প্রফেসর নয়েল শার্কি বলেন, আমরা সময়ের সাথে সাথে এটির আরও উন্নতি দেখতে পাব। সমস্যা হল এটি খুব খারাপ দিকেও যেতে পারে।