জয় অব্যহত টিম ইন্ডিয়ার, অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারাল ভারত
লন্ডন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে দারুণ জয় পেল টিম ইন্ডিয়া। ওভালে এদিন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে পরাজিত করল ভারত। ভারতের দেওয়া ৩৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের এ আসরে টানা দুই জয় তুলে নিল বিরাট বাহিনী। ভারতের দেওয়া পাহাড় প্রমাণ রান টপকে জয়েয় লক্ষ্যে এগোতে প্রথমে ধীরে চলো নীতি নিলেও বড় রান করতে ব্যর্থ হয় অজিরা। একের পর এক উইকেট খুইয়ে ক্রমশই কোনঠাসা হয়ে পড়ে তাঁরা।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ১১৭ রান করেন শেখর ধাওয়ান। ১১৭ রান করতে ১৬টি চারে হাঁকান ধাওয়ান। এছাড়া কোহলি ৭৭ বলে ৮২ রানের ইনিংস খেলেন। তারপর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন হার্দিক পান্ডে। মাত্র ২৭ বলে ৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি ছিল ৪টি চার ও তিনটি ছক্কায় সাজানো।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারোন ফিঞ্চ মিলে শুরুটা করেছিলেন ভালো। প্রথমে কিছুটা স্লো ব্যাটিং করলেও দু’জন মিলে ৬১ রানের জুটি গড়েন। ৮৪ বল খেলে ৫৬ রান করে আউট হন ওয়ার্নার। স্মিথ ৭০ বল খেলে ৬৯ রান করেন। উসমান খাজা করেন ৩৯ বলে ৪২ রান। ম্যাক্সওয়েল ১৪ বলে ২৮ রান করে ক্যাচ আউট হয়ে যান। মার্কাস স্টোইনিজ শূন্য রানে আউট হন এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে তিনি অপরাজিত থেকে যান ৫৫ রান করে। ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ ৩টি করে উইকেট সংগ্রহ করেন। ২ উইকেট নেন ইয়ুজবেন্দ্র চাহাল। দুটি হল রানআউট।