প্রস্তুত বিশ্বের সবথেকে বড় ভাগবত গীতা, ইতালি থেকে আসছে ভারতে
রোম: ইতালিতে মিলান শহরে তৈরি হল বিশ্বের সবথেকে বড় ভাগবত গীতা। ইতিমধ্যেই বইটির মুদ্রণ শেষ। আগামী সপ্তাহেই এটি নিয়ে আসা হচ্ছে ভারতে। জানা গেছে, সবথেকে বড় এবং সবথেকে বেশি ওজনের এই ভাগবত গীতাটির ওজন প্রায় ৮০০ কিলোগ্রাম। দৈর্ঘ্য ২.৮৪ মিটার। প্রস্থ ২ মিটার। মোটা পৃষ্ঠার সংখ্যা ৬৭০।
শ্রীমদভগবৎ গীতা নিয়ে বিশ্বে বহু রেকর্ড রয়েছে। এর সঙ্গেই এবার যুক্ত হল উপরোক্ত রেকর্ডটিও। শুধু মুদ্রণের কাজই চলেছে আড়াই বছর ধরে। খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। ইসকেনের তত্ত্বাবধানেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। ইতালির মিলান শহরে তৈরি এই গীতা আগামী সপ্তাহেই ভারতে নিয়ে আসা হবে।
#ISKCON invites PM Modi to unveil the world’s largest #BhagavadGita which was designed and printed in Italy by a dedicated team of devotees led by Madhu Sevita Das
This Astounding work of art is truly a masterpiece with 670 pages, weighs 800 kg and measures 3.8 x 2.8 meters ?? pic.twitter.com/ZZfmqFRnub
— Archie (@archu243) November 29, 2018
২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইসকন মন্দিরে এটি প্রকাশ করবেন। উপস্থিত থাকবেন দিল্লি ইসকনের প্রধান গোপলকৃষ্ণ গোস্বামী মহারাজ এবং কুরুক্ষেত্রের প্রধান সাক্ষী গোপাল দাস মহারাজ। এই গীতা আপাতত দিল্লিতেই থাকবে। তবে পরবর্তীতে গীতাটি কুরুক্ষেত্রের ‘শ্রীকৃষ্ণ-অর্জুন’ মন্দিরে রাখা হবে। তবে এরমধ্যেই ইতালিতে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে বেশি ওজনের গীতা।