Tuesday, April 29, 2025
আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে আমাদের কথা কেউ বিশ্বাস করে না, সকলের আস্থা ভারতের উপরই: পাক মন্ত্রী

ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। এবার তা স্বীকার করেই নিলেন খোদ ইমরান খানের মন্ত্রী। পাক অভ্যন্তরীণ মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ বললেন, বিশ্বের কোনও দেশই তাঁদের কথা বিশ্বাস করে না। সকলে শুধু ভারতের কথাই বিশ্বাস করে। তাই আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড় করতে একেবারেই ব্যর্থ হয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার পাকিস্তানের নিউজ চ্যানেল হম-এর মুখোমুখি হন ইজাজ আহমেদ শাহ। তখন তাঁকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা যখন বলি যে কাশ্মীরে ভারত কার্ফু জারি করার ফলে ওষুধ পাওয়া যাচ্ছে না, তখন বিশ্ব আমাদের কথা বিশ্বাস করে না। তাঁরা বিশ্বাস করে ভারতের কথাই। ভারতের উপরই আস্থা সবার।


কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের কাছে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের ইমরান খানের সরকার। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে সেই রিপোর্টও পেশ করেছে তারা। তাতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর মন্তব্য উদ্ধৃত করে পাকিস্তান জানিয়েছে, ভারত কাশ্মীরের মানুষের স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব করছে।

৫৮টি দেশ ইসলামাবাদের সমর্থনে এগিয়ে এসেছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ইজাজ আহমেদ শাহ আসল ছবিটা তুলে ধরায়, নিঃসন্দেহে চরম অস্বস্তিতে পড়লেন ইমরান খান।

ইজাজ আহমেদ শাহ কুখ্যাত জঙ্গি হাফিজ সইদ নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়া সংগঠনের পিছনে কোটি কোটি টাকা ঢালার কথাও স্বীকার করেছেন। জামাত-উদ-দাওয়া সংগঠন সম্পর্কে ইজাজ আহমেদের মতামত জানতে চাইলে তিনি বলেন, জামাত-উদ-দাওয়ার উপর কোটি কোটি টাকা ঢেলেছে পাক সরকার। নিষিদ্ধ ওই সংগঠনের সদস্যদের বোঝাতে হবে। সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে সবাইকে।