Monday, June 16, 2025
Latestদেশ

নাগরিকত্ব আইন বিলোপের কোনও প্রশ্নই নেই: অমিত শাহ

যোধপুর: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে রীতিমতো সবর হয়েছে অবিজেপি দলগুলি। এখনও বিক্ষোভেও উত্তাল গোটা দেশ। তবে নয়া নাগরিকত্ব আইনের সমর্থনে জোরকদমে প্রচার করতে মাঠে নেমেছে বিজেপি নেতা-কর্মীরা। কিন্তু, তাতেও বিক্ষোভ কমছে না। তাই বারে বারে মুখ খুলে বিভ্রান্তি কাটানোর চেষ্টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজস্থানের যোধপুরের এক জনসভা থেকে কংগ্রেস ও তৃণমূলকে শুক্রবার বার্তা দিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস ভোট ব্যাঙ্ক রাজনীতি করছে। সিএএ নিয়ে ভুল তথ্য পরিবেশন করছে।


বিজেপি ‘চাণক্য’ বলেন, বিরোধীদের ছড়ানো গুজবে কান না দিয়ে আইনটি খতিয়ে পড়ুন। কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিশানা করে তাঁর প্রশ্ন, ডাহা মিথ্যা কথা বলা হচ্ছে। আপনারা দেখিয়েদিন কোন আইনের দ্বারা গরীব মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে?

অমিত শাহ আরও বলেন, বিরোধীরা সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মানুষকে এই আইন সম্পর্কে ভুল বোঝাচ্ছে। এতেই মানুষ ভয় পাচ্ছেন। এইভাবে বিরোধীরা অপপ্রচার করবে তা আমরা ধারণা করতে পারিনি।