Monday, June 16, 2025
Latest

মায়ের জন্য ‘হ্যান্ডসাম’ পাত্র চাই, যুবতীর এহেন উদ্যোগ জিতে নিল নেটিজেনদের মন

নয়াদিল্লি: মায়ের জন্য ৫০ বছর বয়সী ‘হ্যান্ডসাম’ পাত্র খুঁজছি! নিরামিষাশী হতে হবে। মদ্য পান চলবে না এবং প্রতিষ্ঠিত হতে হবে। মায়ের জন্য ‘সঙ্গী’র সন্ধানে এমনই টুইট করেছেন আইনের ছাত্রী আস্থা ভার্মা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই টুইট। একলা মায়ের ‘সঙ্গী’র খোঁজ নেটিজেনদের মন জয় করে নিয়েছেন আস্থা ভার্মা।

আস্থার এহেন উদ্যোগ মন কেড়েছে নেটিজেনদের! যেখানেই মায়েরাই সাধারণত মেয়ের জন্য পাত্রী খোঁজেন, সেখানে উলটে মেয়ে একলা মায়ের জন্য পাত্র খুঁজছেন। সত্যিই এটা একটি বিরল ঘটনা। যাকে এককথায় বলা চলে একেবারেই ‘ইউনিক’! মায়ের জন্য সঙ্গী খুঁজতে ক’জনই পারে ?


আস্থার পোস্টে কমেন্টের বন্যা বয়েছে, বাহবা জানিয়েছে সোশ্যাল দুনিয়া, কেউ কেউ বা পাত্রের খোঁজও দিয়েছেন! গত ৩১ অক্টোবর পোস্ট হওয়ার পর থেকে টুইটটি এখনও পর্যন্ত ২৮ হাজার লাইক পড়েছে এবং ৫৮০০ রিটুইট হয়েছে। অনেক মজাদার জবাবও পেয়েছেন আস্থা। কেউ কেউ সঙ্গী হিসেবে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ ‘বয়সের শর্ত’ কমানোর জন্য অনুরোধ জানিয়েছেন।