শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাতে মরিয়া মোদী সরকার
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। গত অধিবেশনে ৩৭০ ধারা বাতিলের পর এই অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার জন্য মরিয়া মোদী সরকার। ২০১৬ সালের সংশোধিত নাগরিকত্ব বিল লোকসভায় পাস হয়েছিল। কিন্তু রাজ্যভায় পেশের আগেই মেয়াদ ফুরিয়ে যায় ষষ্ঠদশ লোকসভার। ফলে ওই বিল ফের সংসদে পেশ করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে।
খবর অনুযায়ী, এই বিলের বিরোধীতায় সরব হবে কংগ্রেস-সহ বিরোধীরা। যা ঘিরে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল। নাগরিকত্ব সংশোধনী বিলে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশকারী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং শিখ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দেশজুড়ে এনআরসি কার্যকর করতে চায় মোদী সরকার। তাই এনআরসি চালু করার আগে নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। বিরোধীদের অভিযোগ, এই বিলে সংখ্যালঘু মুসলিমদের নিশানা করেছে মোদী সরকার।
এ প্রসঙ্গে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মমতাজি (বন্দ্যোপাধ্যায়) বলছেন, এনআরসি হলে লাখ লাখ হিন্দু শরণার্থীকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে। এর চেয়ে বড় কোনও মিথ্যা হয় না। অমিত শাহ বলেন, সব শরণার্থীকে আশ্বস্ত করে জানাচ্ছি, যাঁরা এ দেশে চলে এসেছেন, তাঁদের কাউকে ভারত ছাড়তে বাধ্য করা হবে না।