বিধানসভা ভোটে ২০০-রও বেশি আসন পাবে বিজেপি: দিলীপ
কলকাতা: ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করার পর থেকেই, ২০২১ বিধানসভা ভোটে ক্ষমতায় আসার লক্ষ্য এগিয়ে চলেছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যূত করে বাংলায় সরকার গড়ার লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ফের একবার জানালেনন।
গান্ধী সংকল্প যাত্রার দ্বিতীয় দিনে দিলীপ ঘোষ বলেন, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে ২০০-রও বেশি আসনের লক্ষ্যে এগোচ্ছে। গান্ধী সংকল্প যাত্রায় যেভাবে মানুষের সাড়া মিলছে তাতে ওই লক্ষ্য পূরণ হবেই বলে আত্মবিশ্বসী তিনি। দিলীপবাবু বলেন, মানুষ ভরসা ও বিশ্বাস দেখাচ্ছেন। গান্ধী সংকল্প যাত্রায় স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ।
দিলীপ ঘোষ বলেন, বর্তমানে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে সারা রাজ্যে। যেখানে যেখানে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল সেখানে নতুন সংগঠনের মাধ্যমে নতুন করে ঝাঁপিয়ে পড়বে বিজেপি নেতা কর্মীরা।
তবে বিজেপির এই লক্ষ্যকে ‘দিবাস্বপ্ন’ বলে কটাক্ষ করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ‘দিবাস্বপ্ন’ না দেখে, মোদী সরকারের অর্থনীতির হাল ফেরানোর দিকে নজর দেওয়া উচিতৎ বলে কটাক্ষ করেছে তৃণমূল। প্রসঙ্গত, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ২০২১ বিধানসভা ভোটে বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।