Tuesday, June 24, 2025
Latestদেশ

নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পদক্ষেপ নেব: সেনাপ্রধান নারভানে

নয়াদিল্লি: ভারতের দখলে ফের পাক অধিকৃত কাশ্মীর আনার নির্দেশ পেলেই পদক্ষেপ নেবে ভারতীয় সেনাবাহিনী। শনিবার এমনটাই ঘোষণা করলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বড়সড় সামরিক অভিযান নিয়ে সেনাপ্রধান বলেন, যদি সেই নির্দেশ আসে, তবে তার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সংবাদসংস্থা এএনআইকে জেনারেল নারাভানে বলেন, সংসদীয় বিশ্লেষণে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, পাকিস্তান অধিকৃত অংশ-সহ সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের সম্পত্তি। এই কারণে যদি সংসদ মনে করে যে পাকিস্তানের দখল নেওয়া কাশ্মীরের অংশ ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত হওয়া উচিত, সেক্ষেত্রে সেটি বাস্তবায়িত করা প্রয়োজন। তিনি বলেন, এই বিষয়ে সেনাকে নির্দেশ দিলে তা যথাযথ ভাবে পালনের ব্যবস্থা করা হবে।


সেনাপ্রধান জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে বড়সড় অভিযানের নির্দেশ দেওয়া হলে তার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। উল্লেখ্য, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে দেশের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যে পাক অধিকৃত কাশ্মীরকে ফের ভারতের অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করেন।

এর আগে গত সেপ্টেম্বর বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, পাক অধিকৃত কাশ্মীরের ভারতেরই অংশ এবং একদিন আমরা ওই ভূখণ্ড নিজেদের দখলে নেব। এদিন নারাভানে বলেন, জম্মু ও কাশ্মীর-সহ সীমান্ত বরাবর আমাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সেগুলি কার্যকর করা যাবে। দায়িত্ব দেওয়া হলে আমরা তা সাফল্যের সঙ্গে পালন করব।