‘NRC হলে একজন হিন্দুকেও দেশছাড়া করা হবে না, প্রত্যেক হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে’
কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন বেশ কয়েকজন। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উদ্বাস্তু হিন্দুদের মধ্যে তীব্র ভয় কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সাফ জানিয়ে দিলেন, বাংলায় এনআরসি করা হবেই এবং কোনও হিন্দুকে বিতাড়িত করা হবে না।
কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বাংলায় এনআরসি করা হবেই। একজন হিন্দুকেও দেশছাড়া করা হবে না। প্রত্যেক হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে। একইসঙ্গে বিজয়বর্গীয় বলেন, কয়েকজন রয়েছেন, যাঁরা অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। এনআরসি ইস্যুতে তিনি বলেন, বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের আশ্বস্ত করে বলছি, পশ্চিমবঙ্গে ১০০% এনআরসি হবেই। তবে একজন হিন্দুকেও দেশছাড়া করা হবে না। প্রত্যেক হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে।
বিজয়বর্গীয় বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে। তবে পাকিস্তান ও বাংলাদেশে যে হিন্দু রয়েছে, তাঁদের এদেশে স্থান দেওয়া হবে। শীঘ্রই নাগরিকত্ব বিল আনা হবে। তারপর এনআরসি চালু করা হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, বাংলায় এনআরসি হবে না। তবুও রাজ্যে এনআরসি আতঙ্ক কমছে না। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এনআরসি আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮।