Thursday, June 19, 2025
Latestদেশ

নতুন কৌশল সাজিয়ে এগোব, বললেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত

নয়াদিল্লি: দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) তথা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হয়েছেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত। মার্কিন যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ বিপিন রাওয়াতকে তাঁর নতুন পদের জন্য অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার তিনি জানালেন, নতুন পদ, নতুন দায়িত্ব। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে হবে।

এদিন সকালে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জেনারেল বিপিন রাওয়াত বলেন, প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদের অনেক দায়িত্ব রয়েছে। এখনও পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্বের প্রতি মনোযোগী ছিলাম। এবার আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি বসে ভবিষ্যতের জন্য নতুন কৌশলের পরিকল্পনা করব।

এবছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই পদের ঘোষণা করেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে বিপিন রাওয়াতের। তিনিই সেনা, বায়ুসেনা ও নৌসেনার প্রধান হবেন এবং তিন সেনাবাহিনীই তাঁর কাছে রিপোর্ট করবে।

এদিকে, দেশের নয়া সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন মুকুন্দ তিনি। নয়া সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে সম্পর্কে বিপিন রাওয়াত বলেন, আমি আত্মবিশ্বাসী উনি সেনাবাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।