সংবিধানের ৩৭১ ধারায় হাতই দেবে না কেন্দ্ৰ: অমিত শাহ
গুয়াহাটি: অসম সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানালেন, সংবিধানে যে ব্যবস্থার মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া রয়েছে অর্থাৎ ৩৭১ ধারা, তা বাতিল করবে না কেন্দ্র। এ বিষয়ে কোনও ভাবনাচিন্তাও নেই বলে জানান তিনি। অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭০ ধারার প্ৰকৃতি সম্পূর্ণ সাময়িক, কিন্তু ৩৭১ ধারায় উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ৩৭১ ধারা ছুঁয়ে দেখবে না কেন্দ্র। এই ধারায় উত্তর-পূর্বের নাগরিকদের বিশেষ কিছু সুবিধা দেওয়া আছে। অমিত শাহ বলেন, ৩৭০ ধারার প্রকৃতি একেবারেই সাময়িক। কিন্তু ৩৭১ ধারায় উত্তর-পূর্ব অঞ্চলের নাগরিকদের বিশেষ সুবিধে দেওয়ার কথা বলা হয়েছে। এই দুই ধারার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।
অমিত শাহ বলেন, আমি পরিষ্কার করে বলছি ৩৭১ ও ৩৭১ (এ) এই দুই ধারাকে প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সরকার উভয় মর্যাদা দিয়ে থাকে।
পাশাপাশি তিনি বলেন, যা-ই হোক না কেন, দেশের মাটি থেকে সমস্ত অনুপ্রবেশকারীকে বের করে ছাড়বে বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না। কেবল অসম নয়, আমরা চাই গোটা দেশই অবৈধ অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হোক। আমরা একটা প্ল্যান রেডি করে ফেলেছি। আমরা সব রাজ্যেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনব।