Wednesday, January 22, 2025
কলকাতা

আর কোনদিনও সাহায্য নয় আফ্রিদিকে: যুবরাজ সিং

নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে সম্পর্কটা মোটামুটি ভালো ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের। এপ্রিলেও তা দেখা যায়। করোনা আবহে সাহায্যের জন্য ফান্ড গঠন করেন আফ্রিদি। তাঁর ডাকে সাড়া দিয়ে করোনাকালে দুস্থদের পাশে দাঁড়াতে আফ্রিদির ফাউন্ডেশনে সাহায্য করেন যুবরাজ।

তবে সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করায় আফ্রিদির বিরুদ্ধে সোচ্চার হলেন যুবরাজ। আফ্রিদিকে সমর্থন করা নিয়ে আফসোসও প্রকাশ করেন বিশ্বকাপজয়ী ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। যুবরাজ সাফ জানিয়ে দিলেন, আর কখনও আফ্রিদি কিংবা তাঁর ফাউন্ডেশনকে সাহায্য করবেন না।

টুইটে শাহিদ আফ্রিদিকে ট্যাগ করে যুবরাজ সিং লিখেছেন, দেশের হয়ে খেলা একজন দায়িত্ববান ভারতীয় হিসেবে আফ্রিদির মন্তব্যকে আমি কখনই মেনে নিতে পারি না। মানবতার স্বার্থে এই আগের ঘটনার প্রতি নিজের মনোভাব ব্যক্ত করেছিলাম। কিন্তু আর কোনওদিনও নয়। জয় হিন্দ।


তবে শুধু যুবরাজই নয়, কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করায় শাহিদ আফ্রিদির মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আরেক পাঞ্জাবপুত্র হরভজন সিংও। শাহিদ আফ্রিদিকে পাল্টা দিয়েছেন সুরেশ রায়না, গৌতম গম্ভীরও।