Tuesday, June 24, 2025
দেশ

দেশের প্রতিটি মানুষ যাতে করোনার ভ্যাকসিন পায় তা সুনিশ্চিত করব আমরা: নীতা আম্বানি

মুম্বাই: করোনার জেরে গোটা দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভার্চুয়াল বার্ষিক সাধারণ তিনি বলেন, করোনার ভ্যাকসিন আবি‌ষ্কার হলে তা যাতে দেশের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবে রিলায়েন্স ফাউন্ডেশন। মুকেশ-ঘরণী নীতা আম্বানি জানান, সংস্থার নিজস্ব ডিজিটাল চেইন ব্যবহার করে আমরা নিশ্চিত করব যাতে দেশের প্রতিটি মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছয়।

পাশাপাশি, এদিন ফাউন্ডেশনের একাধিক সেবামূলক কাজের উদাহরণ তুলে ধরেন তিনি। সেই সাথে আগামী দিনে ফাউন্ডেশন কিভাবে কাজ করবে, সেই কথাও বলেন নীতা আম্বানি। তিনি বলেন, মিশন অন্ন সেবার মাধ্যমে দেশের প্রান্তিক দিনমজুর, দরিদ্র ৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে ফাউন্ডেশন।

তিনি জানান, লকডাউনের মধ্যে এগিয়ে এসেছে রিলায়েন্স। জিও ৪০ কোটি মানুষের হাতে পৌঁছে দিয়েছে ডিজিটাল কানেক্টিভিটি। প্রায় ৩০ হাজার সংস্থা ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে। ওয়ার্ক ফ্রম হোম ইন্টারনেটের সাহায্যে পড়ুয়ারা বাড়ি থেকে ক্লাস করতে পারছে। সাধারণ মানুষের কাছে জরুরী ভিত্তিতে জ্বালানি পৌঁছে দিয়েছে রিলায়েন্স। নীতা আম্বানি বলেন, আমাদের কাছে এটি কেবল মাত্র ব্যবসা নয়, এটা আমাদের কর্তব্য, ধর্ম, দেশের সেবা।

উল্লেখ্য, লকডাউনে যখন বিশ্ব অর্থনীতি চরম সংকটে, তখন ধন-সম্পদে ভরে উঠছেন মুকেশ আম্বানি। সম্প্রতি নীতা আম্বানির স্বামী মুকেশ আম্বানি বিশ্বের ধনশালীদের তালিকায় ষষ্ঠ হয়েছেন। সেজন্য সবাইকে সাধুবাদ জানিয়ে নীতা আম্বানি ঘোষণা দিলেন, করোনার ভ্যাকসিন যেদিনই আবিষ্কার হোক না কেন, তা দেশের সবার কাছে পৌঁছানোর বিষয়টি সুনিশ্চিত করবে রিলায়েন্স ফাউন্ডেশন। এছাড়া, দেশের প্রত্যেক জায়গায় যাতে গণহারে টেস্ট করা হয়, সেই জন্যে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় পুরসভাগুলির সঙ্গে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স।