Thursday, September 19, 2024
দেশ

রাম মন্দির নির্মাণ করতে না দিলে ১৯৯২ ফিরে আসতে পারে, জানাল আরএসএস

লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সুনিশ্চিত করতে, এ বার প্রয়োজনে ১৯৯২ সালের মতো বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। ১৯৯২ সালে অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে আরএসএস দেশজুড়ে রথযাত্রার আয়োজন করেছিল। যার নেতৃত্বে ছিলেন বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানি। রাম মন্দির নিয়ে হওয়া এই রথযাত্রা সেই সময় বিরাট আকার ধারণ করেছিল। এই রথযাত্রার পরই অযোধ্যাতে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হয়। যেখানে ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। রাম জন্মভূমিতে বাবরি মসজিদ রয়েছে, এই বিশ্বাসে হিন্দুত্ববাদী ‘‌কর সেবক’‌রা বাবরি মসজিদ ভেঙে ফেলে।

শুক্রবার আরএসএসের মুখপাত্র ভাইয়াজি জোশী অযোধ্যা মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের টালবাহানায় গভীর অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাম মন্দিরের দাবিতে তাঁদের সংগঠন পুনরায় একই ধরনের আন্দোলনে ফিরতে প্রস্তুত। তাতে যদি আবার দেশজুড়ে অশান্তি হয় তার জন্য আরএসএস দায়ি থাকবে না।

ভাইয়াজি জোশী বলেন, আমরা তো এই দীপাবলীতেই একটা ভালো খবর আশা করেছিলাম। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিতে রাজি হল না। তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে না সুপ্রিম কোর্ট? জোশী বলেন, শীর্ষ আদালত বলেছে, তাদের হাতে অগ্রাধিকার পাওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে। এতে হিন্দুরা অপমানিত হয়েছেন। এটা খুবই বিস্ময়ের যে, এ দেশের কোটি কোটি হিন্দুর ভাবাবেগ শীর্ষ আদালতের অগ্রাধিকার পায়নি।

আরএসএসের মুখপাত্র জোশী জানান, সুপ্রিম কোর্ট যে ভাবে রাম মন্দির মামলার শুনানি বারবার পিছিয়ে দিয়েছে তাতে অপমানিত বোধ করছেন দেশের হিন্দুরা। তিনি দাবি করেন, কেন্দ্রের মোদী সরকারের উচিত রাম মন্দির নির্মাণ নিয়ে নতুন আইন নিয়ে আসা।