Monday, March 17, 2025
দেশ

দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু করা হবে এনআরসি: যোগী আদিত্যনাথ

লখনউ: অসমের দেখানো পথেই এবার হাঁটতে চলেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এবার উত্তরপ্রদেশেও এনআরসি কার্যকর করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন যে, অসমে বৈধ নাগরিকদের তালিকা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ এবং সাহসী পদক্ষেপ। এটি আদালতের আদেশ বাস্তবায়নের জন্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ এবং সাহসী সিদ্ধান্ত।

সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, অসমে এনআরসি চালু করার জন্য আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানো উচিত। আমি মনে করি যে যখনই উত্তরপ্রদেশেও এনআরসি করার দরকার। তিনি বলেন, প্রথম দফায় এনআরসি অসমে কার্যকর হল, পর্যায়ক্রমিকভাবে দেশের অন্য রাজ্যেও তা চালু করা হবে।

আদিত্যনাথ বলেন, এনআরসি জাতীয় সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবৈধ অনুপ্রবেশকারীরা দেশের গরীব মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, এটা দিনের পর দিন চলতে পারে না বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও তাঁর রাজ্যে এনআরসি চালু করার কথা বলেছেন। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে রাজ্যে এনআরসি চালু করবে তাঁর সরকার।

প্রসঙ্গত, অসমে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে প্রায় ১৯ লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে, বাদ পড়া ওই ব্যক্তিরা রাজ্যের ৩০০ টি বিদেশি ট্রাইব্যুনালের যে কোনও একটিতে আবেদন করে তাঁদের নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশগুলি থেকে এ দেশে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী এনআরসি চালুর আহ্বান জানিয়েছেন।