Monday, March 24, 2025
দেশ

অযোধ্যায় রাম মন্দিরই হওয়া উচিত, মন্দিরের জন্য আমি সোনার ইট দেব: মোগল বংশধর

লখনউ: ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে হিন্দুত্ববাদী একদল লোক উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করে। তাঁদের দাবি, অতীতে সেখানে রামমন্দির ছিল। মসজিদটি ধ্বংসের পর পরিত্যক্ত ওই জায়গার মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। এর মধ্যেই মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের শেষ উত্তরাধিকার দাবি করা প্রিন্স হাবিবুদ্দিন তুসি বলেন, আদালত ওই জায়গা তাঁকে দিলে তিনি তা রামমন্দিরের জন্য দান করবেন। রামমন্দির নির্মাণের জন্য তিনি একটি সোনার ইটও দান করবেন। তাঁর বিশ্বাস, বাবরি মসজিদের আগে সেখানে রামমন্দির ছিল।

তুসি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের আবেগ–অনুভূতিকে সম্মান করেন বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তারও বিশ্বাস, বাবরি মসজিদের আগে সেখানে রামমন্দির ছিল। এ জন্য রামমন্দির নির্মাণ করতে ওই জায়গাসহ একটি সোনার ইটও দান করবেন তিনি।

অযোধ্যার ওই জমিটির মালিকানা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এর মধ্যেই জমিটি তাঁকে দেওয়ার দাবি জানিয়ে আদালতে আবেদন করেছেন ৫০ বছর বয়সী প্রিন্স তুসি। ওই আবেদনের শুনানি এখনো শুরু হয়নি।

তুসির যুক্তি, ওই মামলায় যুক্ত পক্ষগুলোর কারও কাছেই জমির মালিকানা প্রমাণ করার মতো নথিপত্র নেই। কিন্তু মোগল সম্রাটের উত্তরাধিকার হওয়ায় জমিটির ওপর তাঁর অধিকার রয়েছে। তিনি জানান, ইতিমধ্যে মন্দির নির্মাণের জন্য পুরো জমি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।