Friday, June 20, 2025
Latestদেশ

কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য নতুন নগরী, ধ্বংস হয়ে যাওয়া মন্দির পুনর্নির্মাণ করা হবে: অমিত শাহ

নয়াদিল্লি: মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরি পণ্ডিতদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করেন। অমিত শাহ তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন, কাশ্মীরের ১০টি জেলায় কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য নতুন নগরী গড়ে তোলা হবে এবং সন্ত্রাসীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলির পুনর্নির্মাণ করা হবে।

এদিন কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধি দলে ছিলেন উৎপল কাউল, কর্নেল তাজ টিকু, ডাঃ সুরিন্দর কৌল, সঞ্জয় গঞ্জুর মতো বিশিষ্ট কাশ্মীরি পণ্ডিতরা। তাঁরা অমিত শাহের সাথে দেখা করে ৩৭০ ধারা বাতিল করার জন্য মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন জানান। পণ্ডিতদের কাশ্মীর উপত্যকায় সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য অমিত শাহকে নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি দলের উৎপল কাউল বলেন, অমিত শাহ তাঁদের আশ্বাস দিয়েছিলেন যে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য কাশ্মীর উপত্যকার দশটি জেলায় নতুন নগরী গড়ে তোলা হবে। এছাড়া সন্ত্রাসীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত মন্দির গুলির সংস্কার করা হবে।

অমিত শাহ বলেন, মোদী সরকার বিশেষ বিধান নিয়ে আসবে যাতে কাশ্মীরি পণ্ডিতদের জন্য সরকারী চাকরীর বয়সসীমা বাড়ানো যায়। এদিন কাশ্মীরি পণ্ডিতরা অমিত শাহকে ‘রাজতরঙ্গিনী’ এবং ‘নীলমত পুরাণ’-এর অনুলিপি উপহার দিয়েছেন।