Monday, March 24, 2025
Latestরাজ্য​

তৃণমূল যতই বিরোধিতা করুক, নাগরিকত্ব আইন আনবই, বাংলায় NRC হবেই: অমিত শাহ

কলকাতা: বাংলায় পা রেখে এনআরসি বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে অমিত শাহ বললেন, এনআরসি নিয়ে মমতাদি মিথ্যাচার করছেন। উনি বলেছেন, লাখো লাখো হিন্দু শরণার্থীকে তাড়ানো হবে। তবে আমি বলছি, কোনও হিন্দু শরণার্থীকে ভারত ছাড়া করা হবে না। বাংলায় একজনও হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান শরণার্থীদের এনআরসি করে বিতাড়িত করা হবে না। এজন্য দেশে আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে। তৃণমূল যতই বিরোধিতা করুক না কেন বিল আনা হবেই।

এনআরসির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করার জন্য তীব্র নিন্দা জানান তিনি। অমিত শাহ রাজ্যের শাসক তৃণমূল দলের এনআরসির প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ বলে উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিক সংশোধনী বিল পাস করার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগত হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে।

সমস্ত শরণার্থীদের উদ্দেশে অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকার এই বিল‌ নিয়ে আসবে। আর তারপর ভারতের মাটিতে আমার যেমন অধিকার, আপনাদেরও তেমনই থাকবে। তিনি বল‌েন, তৃণমূল এর আগে এই নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে দেয়নি। এখন তারাই ‘কুমিরের কান্না’ কাঁদছে। অমিত শাহ বলেন, তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। তৃণমূল যতই বিরোধিতা করুক না কেন, এই বিল পাস করা হবেই।

পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা নিয়ে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন, এনআরসি বাংলায় লাগু করতে দেবে না, আমরা সব এনআরসি কার্যকর অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়াবই। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, যখন বামফ্রন্ট সরকার রাজ্যে ক্ষমতায় ছিল, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি চালুর পক্ষে কথা বলেছিলেন। অমিত শাহ বলেন, ২০০৫ সালের ৪ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন সেটা ওঁর আবার দেখা উচিত। তিনি তখন বলেছিলেন অবৈধ অনুপ্রবেশকারী তাড়ানো হোক। এখন অন্য কথা বলছেন ভোটব্যাঙ্কের জন্য।