Monday, March 24, 2025
রাজ্য​

সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ডিসিআরসি-তে বিক্ষোভ ভোটকর্মীদের

কলকাতা: রাত পোহালেই রাজ্যে প্রথম দফা নির্বাচন। প্রথম দফায় ভোট রাজ্যের কোচবিহার-আলিপুরদুয়ারে। দুই কেন্দ্রে বুথের সংখ্যা ৩৮৪৪টি। কিন্তু দুই জেলার সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী।

কমিশন সূত্রে খবর, কোচবিহারে মোট বুথ রয়েছে ২০১০টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৬২২টি। এই ৬২২টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি বুথগুলিতে থাকবে সশস্ত্র রাজ্য পুলিশ।

অন্যদিকে আলিপুরদুয়ারে মোট বুথ সংখ্যা ১৮৩৫টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৫৪৪টি। এই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ১২৯০ বুথে থাকবে রাজ্যপুলিশ।

সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্তুষ্ট নন ভোট কর্মীরা। সব বুথেই কেন কেন্দ্রীয় বাহিনী নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছে, তারপর এই নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে, তা ভোট করাবেন না বলে সোচ্চার ভোটকর্মীরা।