Sunday, September 15, 2024
রাজ্য​

আপনার গোত্র কী ? রাহুলকে প্রশ্ন বিজেপির

ইন্দোর: এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গোত্র জানতে চাইল বিজেপি। সনিয়ার পর এবার রাহুলের ‘গোত্র’ জানতে চেয়ে খোলা চ্যালেঞ্জ জানালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরের একটি জনসভায় রাহুল গান্ধীর গোত্র সম্পর্কে প্রশ্ন তোলেন সম্বিত। বিজেপির মুখপাত্র বলেন, যদি রাহুল গান্ধী পৈতে পড়েন, তাহলে কোন ধরনের পৈতে তাঁর পড়া উচিত? রাহুল কি বলতে পারবেন, তাঁর গোত্র কী?

আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার জমে উঠেছে ভোট প্রচার। এদিন মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাহুল গান্ধী। আর এই ঘটনার পরেই তাঁর গোত্র জানতে চাইলেন সম্বিত। সম্বিতের অভিযোগ, ভোটের মুখে রাহুল নিজেকে হিন্দুত্ব হিসাবে তুলে ধরতে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান।

প্রসঙ্গত, গুজরাটে ভোটের আগে সোমনাথ মন্দিরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময়ও বিজেপি শিবির থেকে প্রবল সমালোচনা করা হয়। তখন জবাবে রাহুল জানিয়েছিলেন, তিনি শিবভক্ত। বিজেপি অনেক কিছুই বলে থাকে। কিন্তু আমি নিজের বিশ্বাসে অটল থাকব।